ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

একুশের ২৪ বছরে পদার্পণ, দেশজুড়ে নানা আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১৪ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৫:১৯, ১৪ এপ্রিল ২০২৩

দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। গৌরবময় দুই যুগে পদার্পণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একুশে টেলিভিশনের সমৃদ্ধি কামনা করেন সুধীজনেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য-চিত্রে খুরশীদ আলম মুকুলের প্রতিবেদন।

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ২৩ পেরিয়ে ২৪ এ পা দিলো সংবাদ ও বিনোদনে জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশন। বর্ষপূর্তির প্রথম প্রহরে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটেই কেককাটায় সূচনা ঘটে উৎসবমুখর নানা আয়োজনের, যা চলছে শুক্রবার দিনভর।

চট্টগ্রামে কেক কেটে উদযাপন অনুষ্ঠানে যোগ দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ও জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান।

সিলেটে পহেলা বৈশাখের প্রথম প্রহরে কেককাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

কেককাটা ও আলোচনা সভার পর বরিশালে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইফতার সামগ্রী দেয়া হয়। ময়মনসিংহে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেয় একুশে দর্শক ফোরাম।                                                                                              

দিনাজপুরে কেক কেটে আয়োজনের সূচনা করেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু। সুনামগঞ্জে কেক কাটা শেষে আলোচনা সভায় একুশের সমৃদ্ধি কামনা করেন সুধীজনরা।                                                   

রাজবাড়ীর শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে একুশে ফোরাম জেলা শাখা। 

কুমিল্লাতে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করে বরগুনা একুশে ফোরাম। ইটিভির দীর্ঘায়ু কামনা করেন অতিথিরা।                                                                                    

কেককাটা, র‌্যালি ও আলোচনাসভা ছিলো চাঁদপুরেও। বাগেরহাট প্রেসক্লাব থেকে বের হওয়া র‌্যালিতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তাসহ সুধীজনেরা।

এসবি/ এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি